বাগেরহাট প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে শহরের আমলাপাড়া জেলা সমবায় কার্যালয়ের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে দিবসটির উদ্বোধন করেন, বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ডা: মোজাম্মেল হোসেন।
পরে সমবায় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্বাধীনতা উদ্যানে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা সমবায় কর্মকর্তা শেখ ফজলুল করিম, উপ-সহকারী নিবন্ধক মোঃ আমানুল্লাহ, সদর উপজেলা সমবায় কর্মকর্তা দেবব্রত মিত্র, পরিদর্শক মোঃ আসাদুজ্জামান, সামছুন্নাহার, সঞ্জয় কুমার ঘোষ, সমবায়ী এ্যাড. মিলন কুমার ব্যানার্জী, মানিক দাস প্রমুখ।
বক্তারা বলেন, সমবায়ে শক্তি, সমবায়ে মুক্তি। সমবায়ের মাধ্যমে এদেশের মানুষ স্বাবলম্বী হয়েছে। সমবায় ভিত্তিক সমাজ গড়ে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে সকলকে সমবায়ের আওতায় আসার আহবান জানান বক্তারা।