বাগেরহাট প্রতিনিধিঃ ’সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকেলে বাগেরহাট জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও বিপিআইসি আয়োজনে, জেলা প্রশাসনের স¤েœলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: লুৎফর রহমান। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার মো: রাহাতুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট প্রেস ক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এ বি এম জাকির হোসেন, রামপাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান, কৃষিবিদ অমিতাব মন্ডল, উপ সহকারি পরিচালক (মৎস্য) মো: ইউসুফ আলি, যাএাপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ মতিন, সাংবাদিক আজাদুল হক প্রমুখ।এছাড়া জেলার প্রায় শতাধিক খামারি ও ডিম বিক্রেতা উপস্থিত ছিলেন।আলোচনায় বক্তারা সবাইকে দিনে অন্তত ১ টি করে ডিম খাওয়ার আহবান জানান।