করোনার ঊর্ধ্বগতিতে বাগেরহাটে লকডাউনের পঞ্চম দিনে প্রশাসনের কঠোর ভূমিকা দেখা গেছে।জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসনের একাধিক টিম। এছাড়া জেলায় সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার রয়েছে।
সোমবার (৫ জুলাই) সকালে চুলকাঠি ও এর আশে পাশের এলাকায় মানুষের চলাচল বেড়েছে। বৃষ্টির কারণে গত দুইদিন বাইরে বের হতে দেখা যায়নি। তবে পঞ্চম দিনে এসে বৃষ্টি না থাকায় অনেককে নানা কাজে বাইরে বের হতে দেখা যায়। দোকানপাট বন্ধ থাকলেও অনেককে শাটার বন্ধ করে বেচাকেনা করতে দেখা গেছে।
সোমবার দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় কয়েকটি দলে বিভক্ত হয়ে “অপারেশন কোভিড শিল্ড “এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর-৭ পদাতিক ডিভিশনের অধিন ২৮ পদাতিক ব্রিগেডের ৬৬ ইস্ট বেংগল গত বছরের মত এবছরও সাধারন মানুষের মাঝে সচেতনা বৃদ্ধি এবং সর্তকতা মুলক টহল ১লা জুলাই হতে পরিচালনা করছে।
সকাল থেকে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যজিষ্ট্রেট মারজানা আক্তার এর ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন,সেনাবাহিনীর লেফটেন্যান্ট আতিক এর নেতৃত্বে সেনা সদস্যরা। এসময় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন।
সেনাবাহিনীর-৭ পদাতিক ডিভিশনের অধিন ২৮ পদাতিক ব্রিগেডের ৬৬ ইস্ট বেংগল এর লেফটেন্যান্ট মোঃ আতিকুজ্জামান জানান জনগণের স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের হার্ডলাইন করোনার বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে নয়। সরকারের দেয়া শাটডাউন বাস্তবায়ন করতে সেনাবাহিনীর সদস্যরা সদা প্রস্তুত রয়েছে। সেনা বাহিনীর সদস্যগণ ভবিষ্যতে দেশের যেকোন প্রয়োজনে পাশে থাকবে।