শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় বর্তমান সরকার প্রনীত মানব পাচার প্রতিরোধ ও দমন জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০২২ বাস্তবায়নে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহন ও ভুমিকা বিষয়ে বাগেরহাটে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের খারদ্বার এলাকায় বেসরকারী সংস্থা উদয়ন বাংলাদেশ কার্য্যলয়ে
ইনসিডিন বাংলাদেশ নামের একটি সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন অবসর প্রাপ্তস্কুল শিক্ষক মুখার্জী রবীন্দ্র নাথ রায়। শিশু পাচার প্রতিরোধে সরকারের আইন ও এনজওিদের কাজ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি বিষয়ে মুল বক্তব্য উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার অ্যাভভোকেট মোঃ রফিকুল আলম।
স্বাগত বক্তব্য রাখেন উদয়ন বাংলাদেশের নির্বাহী প্রধান ও সাংবাদিক ইসরাত জাহান। করনীয় বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন বাগেরহাট পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর তানিয়া খাতুন,সাংবাদিক আজাদুল
হক, মহিলা পরিষদের প্রিয়া আক্তার, শিক্ষার্থি উপমা ইসলাম এশা, প্রিতি রহমান, আহাদ সেখ,নদী গাইন ও সাকিব হোসেন।
আলোচক’রা বলেন শিশু পাচার একটি জগন্য অপরাধ। এর প্রতিকারে দেশের দারিদ্রতা নিরসনের পাশাপাশি প্রচলিত আইনের মাঠ পর্যায়ে যথযত বাস্তবায়ন করতে হবে। রাজনৈতিক বা রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কারনে
অপরাধীরা যাতে পার না পায়সে জন্য সকলকে সচেতন থাকতে হবে।