বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের চিতলমারী উপজেলায় তুচ্ছ ঘটনায় সাক্ষী দেওয়াকে কেন্দ্র করে এক চাষিকে সর্বস্বান্ত করতে প্রতিপক্ষ তার ৬০০ শসা গাছ ধ্বংস করেছে।এ ঘটনায় রবিবার (৪ আগস্ট) সকালে উপজেলার কুরমনি গ্রামের ক্ষতিগ্রস্ত সবজি চাষি গৌর চন্দ্র বাইন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, কুরমনি গ্রামের সবজি চাষি গৌর চন্দ্র বাইন সম্প্রতি একটি ঘটনায় সাক্ষী দেন। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে প্রতিপক্ষরা তার চিংড়ি ঘেরের পাড়ের ৬০০টি ফলন্ত শসা গাছ কেটে ফেলে। এতে ওই চাষির কমপক্ষে দুই লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সবজি চাষি গৌর চন্দ্র বাইন একই গ্রামের ধীরেন মজুমদারসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কুরমনি গ্রামের কৃষক মৃদুল পাল, রেজাউল দাড়িয়া ও হরে কৃষ্ণ বিশ্বাস জানান, যারা এ জঘন্য কাজ করেছে তারা অমানুষ। সবজি চাষি গৌর চন্দ্র বাইনকে সর্বস্বান্ত করতে এ কাজ করা হয়েছে।এ ব্যাপারে ধীরেন মজুরদার গাছ কাটার কথা অস্বীকার করে জানান, এমন জঘন্য কাজ যারা করেছে তারা মানুষের মধ্যে পড়ে না। তিনিও এই ন্যক্কারজনক কাজের নিন্দা জানান।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শরীফুল হক জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খুবই অমানবিক। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।