সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বাগেরহাটে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প | চ্যানেল খুলনা

বাগেরহাটে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প

বাগেরহাট প্রতিনিধিঃ করোনা পরিস্তিতিতে বাগেরহাটের রামপালে সেনাবাহিনীর সহায়তায় চিকিৎসা ক্যাম্প অনুষ্টিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) দিনব্যাপি রামপাল উপজেলার সন্নাসী মাধ্যমিক বিদ্যালয়ে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ২৮ পদাতিক ব্রিগেড এর সহায়তায় সকালে এই ক্যাম্প শুরু হয়।দুপুরে ক্যাম্প পরিদর্শণ করেন শেখ হাসিনা সেনা নিবাসের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান,এনডিসি, পিএসসি।চিকিৎসা সেবা নিতে মানুষদের খোজ খবর নেন জিওসি।তাদেরকে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে প্রয়োজনীয় পরামর্শ দেন। এসময় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আল মাসুম,স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল,অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান,মেজর কেএম যাহীন নাসির,স্থানীয় ইউপি চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর সহায়তায় অনুষ্ঠিত এই ক্যাম্পে সকাল থেকেই স্থানীয়রা চিকিৎসা সেবা নিতে ভীড় করেন।মাঠের মধ্যে বসানো জীবানু নাশক ট্যানেলে জীবানুমুক্ত হয়ে সামাজিক দূরত্ব মেনে সেনাবাহিনীর প্রদান করা মাস্ক ও হ্যান্ড গেøাভস পরে চিকিৎসকের কাছে যান রোগীরা। চিকিৎসা সেবা গ্রহণ শেষে বিনামূল্যে ঔষধ নিয়ে হাসি মুখে বাড়ি ফিরেছেন তারা।সকাল থেকে দুপুর পর্যন্ত দুটি কক্ষে প্রায় দুই শতাধিক নারী পুরুষ চিকিৎসা সেবা নিয়েছেণ।
বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে খুশি হয়েছেন রোগীরা।চিকিৎসা সেবা নেওয়া রোগীরা বলেন,করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে তেমন বাইরে যেতে পারিনি।মাথা ব্যাথা, পেট ব্যাথা,জ¦রসহ বিভিন্ন অসুখ বিসুখে ভুগতে ছিলাম।বাড়ির পাশে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পের কথা শুনে আসছি।চিকিৎসকদের আন্তরিকতা ও বিনামূল্যে ঔষধ পেয়ে আমরা খুব খুশি হয়েছি।
মল্লিকের বেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলাম বলেন, করোনা পরিস্থিতিতে গ্রামের মানুষেরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছিল।এই পরিস্থিতিতে সেনাবাহিনীর সদস্যরা আমার এলাকায় একটি মেডিকেল ক্যাম্প করেছেন।আমার ইউনিয়নের অনেক রোগী এখান থেকে সেবা নিয়েছে।রোগীদের আন্তরিকতার সাথে বিনামূল্যে এই সেবা প্রদানের জন্য মল্লিকের বেড় ইউনিয়নবাসীর পক্ষ থেকে সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ।
মেডিকেল ক্যাম্পের মেজর কেএম যাহীন নাসির বলেন, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী মানুষের পাশে দাড়িয়েছে। এখানে অসহায় দুস্থ মানুষের স্বাস্থ্য সেবা দিতে আমরা মেডিকেল ক্যাম্প করেছি। দিনব্যাপি বিনামূলে এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।রোগীদের প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হচ্ছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

অজ্ঞান পার্টির খপ্পরে ফকিরহাটের এক সাংবাদিকের ছেলে

ফকিরহাটে ৮দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাশাপাশি বিএনপির সভা ও সাবেক সংসদের সংবর্ধনা, সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা

চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজে আলোচনা সভা ও ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

রামপালে বিএনপি’র কর্মী সমাবেশ

চিতলমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্রদলের চিত্র প্রদর্শন ও আলোচনা সভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।