বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় ৫৩২ পিচ ইয়াবাসহ খোকন তালুকদার (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। বুধবার (৬জানুয়ারী) সকালে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া খোকন উপজেলার উত্তর কদমতলা এলাকার মো. ইসমাইল হোসেন তালুকদারের ছেলে।
শরণখোলা থানার অফিসার ভারপ্রপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খোকন তালুকদারের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘরের নিজ কক্ষ থেকে ৫৩২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেন। মাদক ব্যবসায়ী খোকন তালুকদারের বিরুদ্ধে শরণখোলা থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।