চুলকাঠি প্রতিনিধিঃ বাগেরহাট সদর উপজেলার হাজী কল্যাণ সংস্থার উদ্যোগে রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি ঢালীপাড়া নুর জামে মসজিদে ৬৯ তম হাজী সম্মেলন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার সকাল ১০ টায় আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মাবুদ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট কেন্দ্রীয় মসজিদের ইমাম আলহাজ্ব রুহুল আমিন সাহেব,বাগেরহাট সদর উপজেলা হাজী কল্যাণ সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আশরাফ ঢালী, রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু শামিম আছনু, হযরত মাওলানা মিজানুর রহমান জিহাদী, আলহাজ্ব হযরত মাওলানা মুফতি ফেরদাউস,আলহাজ্ব মোস্তফা জামান, এম এম ট্রাভেলস এন্ড ট্যুরসের স্বত্বাধিকারী সৈয়দ জাহিদ ইমাম মাসুম, আলহাজ্ব শরিফুল ইসলাম সহ রাখালগাছি ইউনিয়ন এর সকল হাজিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাকওয়াভিত্তিক জীবনযাপন সম্পর্কে আলোচনা ছাড়াও বর্তমান সময়ে সমগ্র বিশ্বে করোনাভাইরাস মহামারী থেকে মুক্তি কামনা করে দোয়া করা হয়।