বাগেরহাটে করোনার টিকা নেওয়ার পর থেকে নানা উপসর্গ নিয়ে একমাসেরও বেশি সময় ধরে অসুস্থ থাকা একাত্তর টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্তীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট শেখ হেলাল উদ্দীন স্টেডিয়াম থেকে বাগেরহাট- ২ আসেন সংসদ শেখ তন্ময়ের সহযোগিতায় তাকে ঢাকায় নেয়া হয়। এসময় বাগেরহাট জেলা প্রসাশন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন ও তার সহকর্মীরা উপস্থিত ছিলেন। তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়েছে।
বিষ্ণু প্রসাদ চক্রবর্তী গত ৭ ফেব্রুয়ারী করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে মাথা ব্যথা, শ্বাসকষ্ট, বুক-পিঠে ব্যথা, শরীরের দুর্বলতা, সার্বক্ষনিক জ্বর সহ নানা উপসর্গ নিয়ে অসুস্থ রয়েছেন। পরবর্তীতে বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে দুই দফায় চিকিৎসা গ্রহন করেছেন।
বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষার পরেও নির্দিষ্ট করে কোন রোগ শনাক্ত না হওয়ায় বাসায় থেকে চিকিৎসা গ্রহন করছিলেন। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিএসএমএমইউতে রেফার্ড করেছে স্বাস্থ্য বিভাগ।