সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বাটলার ঝড়ে উড়ে গেল ভারত | চ্যানেল খুলনা

বাটলার ঝড়ে উড়ে গেল ভারত

রীতিমতো ঝড় তুললেন জস বাটলার। খেললেন আক্রমণাত্মক শট। তাতে ভারতকে উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড। তৃতীয় টি-টোয়েন্টিতে তারা জয় পেয়েছে ১০ বল হাতে রেখে, আট উইকেটের বড় ব্যবধানে।

আগে ব্যাট করে ইংল্যান্ডের সামনে ১৫৭ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। জবাব দিতে নেমে ১৩ বলে ৯ রান করে সাজঘরে ফেরত যান ওপেনার জেসন রয়। কিন্তু অপরপ্রান্তে চলতে থাকে বাটলার ঝড়। দলকে জিতিয়ে মাঠ ছাড়ার আগে ৫ চার ও ৪ ছক্কায় ৫২ বলে ৮৩ রান করেন তিনি।

এছাড়া বেয়ারস্টোর ব্যাট থেকে ২৮ বলে ৪০ রান আসলে সহজেই জয় পায় ইংল্যান্ড। ভারতের পক্ষে ৪ ওভারে ৪১ রান দিয়ে এক উইকেট পান ইউজবেন্দ্র চাহাল ও ৪ ওভারে ২৬ রান দিয়ে এক উইকেট পান ওয়াশিংটন সুন্দর।

এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে বিপদে পড়ে ভারত। দ্বিতীয় ম্যাচের মতো এটিতেও ডাক মেরে সাজঘরে ফেরত যান ওপেনার ‍লুকেশ রাহুল। আগের ম্যাচে ৬ বল খেললেও এবার খেলেছেন ৪ বল।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের নায়ক ইশান কিশানও এদিন ব্যর্থ হন। ৯ বলে ৪ রান করে ক্রিস জর্ডানের বলে সাজঘরে ফেরত যান তিনি। এরপরই দলের হাল ধরেন কোহলি ও ঋষভ। দুজন মিলে গড়েন ৪০ রানের জুটি।

৩ চারে ২০ বলে ২৫ রান করে রান আউট হন পান্ত। তবে টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন অধিনায়ক কোহলি। ৮ চার ও ৪ ছক্কায় ৪৬ বলে ৭৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ইংল্যান্ডের পক্ষে ৪ ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট নেন মার্ক উড।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের দাপুটে জয়

বার্সার হয়ে প্রথম একশ ম্যাচে কে এগিয়ে, মেসি নাকি ইয়ামাল?

আগস্টে কোহলিদের বাংলাদেশে পাঠাতে চায় না বিসিসিআই

বিশ্বকাপের সূচি ও ভেন্যুর নাম প্রকাশ

হারের পর দর্শক পেটাতে গ্যালারিতে মাহমুদউল্লাহ!

আবার ‘আন্ডাররেটেড’ তাইজুলের বন্দনায় মুখর তামিম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।