চ্যানেল খুলনা ডেস্কঃ বারাকপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০২০ সান্তি পূর্ন ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। শনিবার দিঘলিয়া উপজেলা বারাপুর মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বেলা ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত এই নির্বাচনে ৭ টি পদে মোট ১৩ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করে ও মোট ৫৫৩ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার
প্রয়োগ করে । উক্ত নির্বাচনে প্রধান উপদেষ্ঠা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার কুন্ডু, প্রধান সমন্বয়কারি শিক্ষক মিলন কুমার বিশ^াস ও প্রধান নির্বাচন কমিশনার বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্র মোঃ তিয়াশ শেখ দায়িত্ব পালন করেন । ভোটে ফলাফলে ৬ষ্ঠ শ্রেনীতে শেখ মাহাদী হাসান রুমি ৮০ ভোট, ৭ম শ্রেনীতে রুকসানা খাতুন ৩৪ ভোট, ৮ম শ্রেনীতে শুভ শেখ ৯৩ ভোট, ৯ম শ্রেনীতে লামিয়া খতুন ৪৪ ভোট ও সাকিব শেখ ১৮০ ভোট , ১০ম শ্রেনীতে অন্তরা খাতুন ৩৪ ভোট ও রিফাত শেখ ১৮ ভোট পেয়ে বিজয়ী হয় । ভোট গ্রহন কালে ভোট কেন্দ্র পর্যবেক্ষন করেন বারাকপুর ১৬ নং সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীতা জেসমিন ও সহঃ শিক্ষক অধির কুমার কুন্ডু । এ সমেয় উপস্তিত ছিলেন সহঃ প্রধান শিক্ষক পরিমল কুমার মন্ডল, মাওঃ আলী হাফেজ, শরীফ মাহাফুজুর রহমান সহ সকল শিক্ষক বৃন্দ ।