রাজধানীর গোপীবাগের নিজ বাসায় দুর্বৃত্তদের অতর্কিত হামলার অভিযোগ এনে বুধবার দুপুরে মতিঝিল থানায় সাধারন ডায়েরি (জিডি) করেছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন।
এ বিষয়ে সাংবাদিকদের ইশরাক বলেন, ২০-২৫ জন যুবক ভোররাতে আমাদের বাসার গলিতে ঢুকে হেলমেট পড়ে অতর্কিত হামলা চালায়। বিষয়টি আমি আমাদের দল এবং দলের হাইকমান্ডকে জানিয়েছি। এ নিয়ে আমরা আগামীকাল দলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করব।
থানায় জিডি করেছেন জানিয়ে ইশরাক হোসেন বলেন, আমার অভিযোগ জানিয়েছি। পুলিশ সাধারণ ডায়েরিভুক্ত করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে তারা আমাকে আশ্বস্ত করেছেন।
ইশরাক হোসেন বলেন, বিজয় দিবসের প্রথম প্রহরে একজন বীর মুক্তিযোদ্ধার বাসায় এমন হামলা সত্যি ন্যাক্কারজনক। এ হামলা যে বা যারাই করেছে এটা একটা উস্কানিমূলক পদক্ষেপ ছিল। আমরা এ ধরণের উস্কানিতে কখনও পা দেব না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে আশা করি তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
কাউকে সন্দেহ করছেন কিনা এমন প্রশ্নে ইশরাক হোসেন বলেন, আমি কাউকে সন্দেহ করছি না। দায়ীদের পুলিশ খুঁজে বের করবে।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের মেয়র পদে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে। ইশরাক বিএনপি বৈদেশিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সদস্য।