সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বাড়তি চাপের বোঝার কারণেই খাদ্যের দাম বাড়ছে: কৃষিমন্ত্রী | চ্যানেল খুলনা

বাড়তি চাপের বোঝার কারণেই খাদ্যের দাম বাড়ছে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রতিবছর মানুষ বাড়ছে। সেইসঙ্গে বাড়তি চাপের বোঝা রোহিঙ্গা জনগোষ্ঠী। তাই উৎপাদন বৃদ্ধির পরও দাম বাড়ছে খাদ্যের।
শনিবার (২৩ অক্টোবর) কৃষি গবেষণা কাউন্সিলে কৃষি উদ্যোক্তা সম্মেলনে এ কথা বলেন তিনি।

তবে উদ্যোক্তারা বলছেন, বিপণন, বাজারজাতকরণের বিভিন্ন পর্যায়ে নানা প্রতিবন্ধকতার পাশাপাশি রয়েছে অনাকাঙ্ক্ষিত বাড়তি খরচ। অন্যদিকে, ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ কৃষক ও ক্রেতা উভয়েরই।
৩৩ জেলার উদ্যোক্তাদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বে ৩৩ শতাংশ ফসল উৎপাদন করে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা। সেখানে বাংলাদেশে ৭০ শতাংশ ফসলই ফলায় প্রান্তিক কৃষক। কৃষির আধুনিকায়নে দেশের খাদ্যপণ্যের উৎপাদন বেড়েছে। তারপরও দাম বাড়ছে।
উদ্যোক্তারা বলছেন, এক কেজি পেয়ারার উৎপাদন খরচ ত্রিশ টাকা হলে বিক্রি হয় সর্বোচ্চ চল্লিশ টাকা। অন্যদিকে বিদেশি ফলের দাম তুলনামূলক অনেক বেশি।
একজন নারী উদ্যোক্তা বলেন, কোনো ব্যাংক সরাসরি কৃষকদের ঋণ দিতে চান না। এখন কিছুটা এ অবস্থার উন্নতি হচ্ছে। তবে নারী উদ্যোক্তাদের অনেক রকম প্রতিবন্ধকতা রয়েছে। সরাসরি ঋণ পেলে উপকার হত। আবার নিরাপদ খাদ্য পৌঁছে দিতে প্রাকৃতিক উপায়ে উৎপাদন খরচ অনেক বেশি। কিন্তু যে অনুপাতে ক্রেতারা দাম দিতে চান না।
এ অবস্থায় কৃষি ঋণ ও বিপণন নিয়ে সরাসরি কাজ করতে এগিয়ে এসেছে ইউসিবি ব্যাংক ও বিসেফ ফাউন্ডেশন। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শওকত জামিল বলেন, ব্যাংকগুলো ঝুঁকি মনে করে কৃষকদের সরাসরি ঋণ না দিয়ে এনজিও’র মাধ্যমে দেয়। তবে, এখন থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সরাসরি কৃষকের সঙ্গে কাজ করবে।
আর কৃষিমন্ত্রী জানালেন, উদ্যোক্তাদের সহায়তা দিতে মন্ত্রণালয়ে আলাদা সেল চালু করা হবে।
ড. আব্দুর রাজ্জাক বলেন, সারাদেশে ঋণ বিতরণ কার্যক্রম তদারকি করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, সম্প্রতি হিন্দুদের ওপর হামলা লজ্জাজনক বলে মন্তব্য করেন মন্ত্রী।
প্রসঙ্গত, সারাদেশে ২৮ হাজার কোটি টাকা কৃষিখাতে ব্যয় করবে সরকার। আর কৃষির যান্ত্রিকীকরণে ব্যয় করবে ৩ হাজার কোটি টাকা।

https://channelkhulna.tv/

অর্থনীতি আরও সংবাদ

মোংলা বন্দরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বেনাপোল স্থলবন্দরে ৯ দিনে ভারত থেকে এলো ১৩৪০ মেট্রিক টন চাল

শুল্কমুক্ত সুবিধায় ৪ দিনে ভারত থেকে ৭২৫ মেট্রিক টন চাল আমদানি

১৬ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার কোটি টাকা

মোংলা বন্দরকে আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে : এম সাখাওয়াত হোসেন

কৃষি ব্যাংকের ৭০ কোটি টাকা লোপাট, দুই মামলায় ৮ আসামি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।