‘ছাত্র-জনতা অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা সার্কেলের উদ্যোগে রোড শো ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সোমবার (২৪ মার্চ) বেলা ১২ টায় খুলনা যশোর-মহাসড়কের বাদামতলায় বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) উসমান সরওয়ার আলমের নেতৃত্বে রোড শো ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন খুলনা সার্কেলের লাইসেন্স শাখার মোটরযান পরিদর্শক সাইফুর রহমান, রেজিস্ট্রেশন শাখার মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম, উচ্চমান সহকারী রেজওয়ানুল ইসলাম, মিজানুর রহমান, আল আমিন হোসেন, দাউদ হোসেন, নিরাপদ সড়ক চাই খানজাহান আলী থানা আহ্বায়ক শেখ আব্দুস সালামসহ বিআরটিএ খুলনা সার্কেলের কর্মকর্তা, কর্মচারীসহ এলাকাবাসী।
রোড শো লিফলেট বিতরণকালে যানবাহন চালকদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়। গতিসীমা মেনে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র গাড়িতে রাখার, ট্রাফিক আইন মেনে চলার, ওভারটেকিং করা থেকে বিরত, কোনভাবেই নেশা জাতীয় দ্রব্য সেবন না করা, যাত্রীদের নিরাপদে উঠানামা করানোর ব্যাপারে সতর্ক এবং তাদের সাথে ভালো ব্যবহার করার নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও যাত্রীদের চলন্ত গাড়িতে উঠানামা করা থেকে বিরত, তাড়াহুড়া করে গাড়ি থেকে না নামার, অবশ্যই বাম পা আগে দিয়ে গাড়ি থেকে নামার আহ্বান জানানো হয়।