সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বিআরডিবি তালা অফিসে ৩টি পদে নিয়োগ সম্পন্ন | চ্যানেল খুলনা

বিআরডিবি তালা অফিসে ৩টি পদে নিয়োগ সম্পন্ন

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) তালা শাখার অধিনে ২টি পদের বিপরীতে ৩জন কর্মী নিয়োগ সম্পন্ন হয়েছে। স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে নিয়োগ সম্পন্ন করার লক্ষ্যে নিয়োগ কর্তৃপক্ষ এবার সবধরনের পদক্ষেপ গ্রহন করে। শনিবার (২৮ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা বিআরডিবি অফিসে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডল জানান, পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) তালা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির অধিনে পরিদর্শক ও হিসাব সহকারী পদে ২ জন পরিদর্শক ও ১জন হিসাব সহকারী পদে নিয়োগ প্রদান করা হয়। এরমধ্যে হিসাব সহকারী পদে ৯জন এবং পরিদর্শক পদে ২২ জন প্রার্থী আবেদন করে। ২৮ আগস্ট বেলা ১২টায় তালা উপজেলা পরিষদ হলরুমে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় আবেদনকারী প্রার্থীদের মধ্যে পরিদর্শক পদে ২০জন এবং হিসাব সহকারী পদে ৮জন প্রার্থী অংশগ্রহন করে। এরআগে সকাল সকাল ১০টায় নিয়োগ বোর্ডের সভাপতি পল্লী উন্নয়ন বোর্ড এর উপ-পরিচালক (সাতক্ষীরা) মো. আব্দুল আলীম, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) এস.এম. তারেক সুলতান, উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম, ইউসিসিএ’র চেয়ারম্যান মো. আব্দুল হামিদ সরদার এবং বোর্ডের সদস্য সচিব হিসেবে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডল সম্মিলিত ভাবে পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করেন। উক্ত প্রশ্নপত্রের আলোকে প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহন করেন। পরীক্ষায় পরিদর্শক পদে ৯জন এবং হিসাব সহকারী পদে ৪জন প্রার্থী উত্তীর্ন হয়। পরে মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে হিসাব সহকারী পদে সন্তু কুমার ভদ্র এবং পরিদর্শক পদে সম্রাট চক্রবর্ত্তী ও স্বজল কুমার আইচ নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হন।
প্রসঙ্গত, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের অধিন কেন্দ্রীয় সমবায় সমিতির জন্য গত বছরে উক্ত ৩পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু নিয়োগ কার্যক্রমে দূণীতি ও অনিয়মের অভিযোগ ওঠায় নিয়োগ পরীক্ষা বাতিল করে কর্তৃপক্ষ। একই পদে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবার পর এবার স্বচ্ছতার সাথে নিয়োগ সম্পন্ন করার জন্য সবধরনের ব্যবস্থা গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মোবাইল দোকান থেকে ৬৫টি স্মার্টফোন চুরি

তালায় কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তালায় র‌্যালি

জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে সাতক্ষীরায় সংলাপ

তালায় উপসচিব পদে সকল কোটার অবসান দাবিতে মানববন্ধন

তালায় দুই লাখ টাকার আট দলীয় মেগা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।