চ্যানেল খুলনা ডেস্কঃবর্তমান পরিস্থিতি, দলীয় রাজনীতিসহ নানান বিষয় নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেছেন। করোনাভাইরাসের মহামারি চলায় তাঁদের বৈঠকটি অনলাইনে হয়েছে। বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এ বৈঠক চলে। স্থায়ী কমিটির সদস্যরা অনলাইনে এ বৈঠকে যুক্ত হন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন।
বৈঠকের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান পরিস্থিতির কারণে ভার্চুয়াল বৈঠক করতে হচ্ছে। তবে বৈঠকের আলোচিত বিষয় জানতে চাইলে এই নেতা জানান, দলের মহাসচিব তা জানাবেন।
বিএনপির দায়িত্বশীল এক সূত্র জানায়, সম্প্রতি নির্বাচন কমিশন রাজনৈতিক দলের নিবন্ধন আইন-২০২০ খসড়া প্রকাশ করেছে। এ বিষয়ে নেতারা আলোচনা করেছেন। এ ছাড়া করোনা পরিস্থিতি এবং খালেদা জিয়ার চিকিৎসা বিষয়েও কথা বলেন তাঁরা।