মানবতার সেবায় বিএনপি স্লোগান নিয়ে খুলনা মহানগর বিএনপি পরিচালিত করোনা হেল্প ও অক্সিজেন সাপোর্ট কল সেন্টারে যুক্ত হলো আরো ৫টি অক্সিজেন সিলিন্ডার। খুলনা মহানগর বিএনপি’র যুব সম্পাদক শফিকুল আলম তুহিনের ব্যক্তিগত উদ্যোগে (তাঁর পারিবারিক ও বন্ধু-বান্ধবদের সহযোগিতায়) রবিবার এ অক্সিজেন সিলিন্ডারগুলো প্রদান করা হয়। খুলনা মহানগর বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠন পরিচালিত “করোনা হেল্প ও অক্সিজেন সাপোর্ট কল সেন্টার”-এ অক্সিজেন এর জরুরী প্রয়োজনে ০১৭১১-৩৯৭২৯৯,০১৭১২-৯৯৬১৯২ নম্বরে যোগাযোগ করার জন্য কল সেন্টারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি