বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশের নি¤œ আয়ের প্রতিটি পরিবার আজ কর্মহীন হয়ে পরেছে। এই চরম সংকটে খুলনা মহানগরীর প্রতিটি ওয়ার্ড ও থানায় দুস্থ, অসহায়, কর্মহীন মানুষের মাঝে ধারাবাহিক ভাবে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল ও বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
গতকাল রবিবার বিকেলে নগরীর সদর ও সোনাডাঙ্গা থানায় করোনা প্রাদুর্ভাবে ছিন্নমূল ও দুঃস্থদের মাঝে বিএনপি নেতা বকুলের উদ্যোগে খুলনা জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক মিরাজুর রহমান মিরাজ) ইফতার বিতরণ করেন। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাদিমুজ্জামান জনি, যুগ্ম সম্পাদক আফজাল ফারাজি, ক্রীড়া সম্পাদক শেখ সজিব, সমাজ কল্যাণ সম্পাদক মেজবাউল হাসান শুভ, সহ ক্রীড়া সম্পাদক মো: আমির হোসেন, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সালাম, সুন্দরবন কলেজ ছাত্রদলের ছাত্রনেতা নয়ন, সন্জু, সাজু, শাহিন, হোসেন প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি