খবর বিজ্ঞপ্তিঃ খুলনা মহানগর বিএনিপ’র সদস্য, নগর তাঁতী দলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি নিঘাত সীমার স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সানোয়ার হোসেন (৬৫) আর নেই। তিনি শনিবার বিকেল পৌনে পা্চঁটায় হৃদযন্ত্রের ক্রীয়াবন্ধ হয়ে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না—-রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’ ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সন্ধ্যায় মরহুমের লাশ খালিশপুর বঙ্গবাসি স্কুলের ১নং গেট সংলগ্ন এন/কে-৭২নং বাসায় আনার পর স্বজনদের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। রবিবার যোহর বাদ খালিশপুর পৌর সুপার মার্কেটস্থ দারুল মোকারম মাদ্রাসা ময়দানে জানাজা নামাজ শেষে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুর খবর শুনে বাস ভবনে ছুটে আসেন খালিশপুর থানা বিএনপি সভাপতি এড. ফজলে হালিম লিটন, দৌলতপুর থানা বিএনপির সাঃসম্পাদক সিরাজুল হক নান্নু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুখ হিল্টন, খালিশপুর বণিক সমিতির সভাপতি আঃমতিন বাচ্চু, খালিশপুর থানাআ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এ এস এম সায়েম, ১০নং ওয়ার্ড
বিএনপি সভাপতি আহসানুল্লাহ বুলবুল, বিএনপি নেতা ইমাম হাসান, নগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল, নগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রসিউর রহমান রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সালেহ শিমুল, খালিশপুর থানা ছাত্রদলের সদস্য সচিব উজ্জল হোসেন সুমন সহ বিএনপির ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ।