দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি ব্রজলাল কলেজ’র আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কলেজের একাডেমিক ভবন-২ এর সেমিনার হলে দর্শন বিভাগের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় বিভাগীয় প্রধান (দর্শন) প্রফেসর মো. আব্দুল হামিদের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান। অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক মঈনুল ইসলামের সঞ্চালনায় এবং প্রেমানন্দ মন্ডলের প্রবন্ধ উপস্থাপনায় আলোচক হিসেবে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক এম.এম ইসমাইল হোসেনসহ বিএল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম বলেন, বঙ্গবন্ধু ছিলেন বহুমাত্রিক একজন প্রতিভাবান মানুষ। যার রচিত তিনটি বই পড়লেই আমরা তাকে কিছুটা অনুধাবন করতে পারি। তার রাজনৈতিক দর্শনে ছিল সংকীর্ণ ও উগ্র জাতীয়তাবাদ থেকে বেরিয়ে এসে ধর্ম,বর্ণ সাধারণ মানুষকে একটি প্লাটফর্মে আনা।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে প্রফেসর মো. আব্দুল হামিদ বলেন, আমরা বঙ্গবন্ধুর কাছ থেকে শিক্ষা দর্শন, ধর্মীয় দর্শন, সমাজ দর্শন সর্বোপরি রাষ্ট্রীয় দর্শন পেয়েছি। তার এই দর্শনগুলোর মধ্যেই আমাদের পথচলাকে অব্যহত রাখতে হবে। এসময় তিনি বঙ্গবন্ধুর সামাজিক জীবন, রাজনৈতিক জীবনের সকল গুণাবলি অর্জন করে নিজেদের মধ্যে ধারন করতে সকল ছাত্র-ছাত্রীর কাছে আহ্বান জানান।