আন্তর্জাতিক ডেস্কঃযুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ঐতিহাসিক ডলার দ্বীপকে হঠাৎ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যেখানে একটি কটেজের মূল্য নির্ধারণ হয়েছে প্রায় ৮ লাখ ৫০ হাজার ডলার।ঐতিহাসিক এই দ্বীপটি ‘ডলার আইল্যান্ড স্নোস চ্যানেলের’ অন্তর্ভুক্ত। এটি হিউরন লেকের ৩৬ আইল্যান্ডের সমন্বয়ে গঠিত লেস চেনিয়াক্সের অংশ। যা সেডারভিলে ও হেসেলের মধ্যে অবস্থিত। এখানে গভীর পানি সুরক্ষা হার্বার রয়েছে।১৯১৩ সালে দ্বীপটিকে নির্মাণ করা হয়। দ্বীপের একটি কুঠিরে মোট তিনটি বেডরুম এবং দুটি বাথরুম রয়েছে। ১ হাজার ৬১২ বর্গফুটের অতি অত্যাধুনিক কটেজে সোয়ানা, হট টাব, স্লোরিয়াম গ্লাস সান পোর্চ, কভার্ড পর্চ, ব্যালকনির চারপাশে টারেট দিয়ে মোড়ানো, থ্রি স্টল বোট হাউজ, স্টেইন্ট গ্লাস উইন্ডোজ, একটি বিরাট ওয়ার্কশপ, ওয়াটারফ্রন্ট গেজেবো এবং ডাইনিং স্পেস রয়েছে।