সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বিক্ষোভে উত্তাল বাগেরহাট মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল | চ্যানেল খুলনা

বিক্ষোভে উত্তাল বাগেরহাট মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল

চ্যানেল খুলনা ডেস্কঃবাগেরহাট মেডিকেল এ্যাসিস্ট্যান্ট টেনিং স্কুল (ম্যার্টস) কর্মচারীদের হাতে ছাত্রীদের যৌন হয়রানির প্রতিবাদে গত সোমবার রাত থেকে চলা বিক্ষোভ আজ মঙ্গলবার দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। সকাল থেকেই আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ যৌন হয়রানির ঘটনা খতিয়ে দেখতে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তবে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অভিযুক্ত কর্মচারীদের ২৪ ঘন্টার মধ্যে বহিষ্কার ও শাস্তিসহ ৬ দফা দাবি আদায়ে অনড় রয়েছে।
জানা গেছে, কর্মচারীদের হাতে যৌন হয়রানির প্রতিবাদে অভিযুক্ত কর্মচারীদের বহিষ্কার ও শাস্তিসহ ৬ দফা দাবিতে গত সোমবার রাত সাড়ে ৭টা থেকে শিক্ষার্থীরা শহরের মুনিগঞ্জ এলাকায় ম্যার্টসের ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। চরম উত্তেজনার মধ্যে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ৬ দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। ছাত্রীদের যৌন নির্যাতনের সাথে জড়িত কর্মচারীদের বহিষ্কার ও শাস্তি নিশ্চিত করা ছাড়াও আন্দেলনরত শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে, পুরুষ কর্মচারীদের ছাত্রী হোস্টেল ও পরীক্ষার হলে প্রবেশাধিকার না দেয়া, অধ্যক্ষের ক্যাম্পাসে থাকা এবং শিক্ষার্থীদের উপর কর্মচারীদের খরবদারী বন্ধ করা।
এদিকে বাগেরহাট মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের অধ্যক্ষ ডাঃ মোঃ আব্দুর রকিব জানান, কর্মচারীদের হাতে মেয়ে শিক্ষার্থীদের যৌন হয়রানির ঘটনা তদন্তে রাতেই ডাঃ সমিরকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ বুধবারের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাতাব উদ্দিন জানান, রাতে মেডিকেল স্কুলের শিক্ষার্থীরা হোস্টেল ছেড়ে কর্মচারীদের হাতে মেয়ে শিক্ষার্থীদের যৌন হয়রানির প্রতিবাদে আন্দোলন শুরু করে। যা দ্বিতীয় দিনেও মতো চলছে। কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।