সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
বিগত দিনের চেয়ে দলকে আরও সংগঠিত করতে কাজ করছি : জিএম কাদের | চ্যানেল খুলনা

বিগত দিনের চেয়ে দলকে আরও সংগঠিত করতে কাজ করছি : জিএম কাদের

চ্যানেল খুলনা ডেস্কঃঢাকার দুই সিটি কর্পোরেশনে সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। গতকাল শুক্রবার নগরীর গোলকমনি শিশুপার্কে নেতা-কর্মীদের দলে পুনরায় যোগদান অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
জিএম কাদের বলেন, ‘ঢাকার সিটি নির্বাচনের পরিবেশ ভালো। অন্যান্য বারের চেয়ে এবার তুলনামূলক সুষ্ঠু পরিবেশে নির্বাচনের প্রচার চালাতে পেরেছেন প্রার্থীরা। নির্বাচনের ব্যাপারে এখনও আমরা আশাবাদী। নির্বাচনে জাল ভোট দেয়া বা জোর করে ভোটকেন্দ্র দখল করে ব্যালট বাক্স ভর্তি করা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সম্ভব হবে না। আমরা মনে করি, নির্বাচন অপেক্ষাকৃত সুষ্ঠু হবে।’
জাতীয় পার্টিকে সংগঠিত করতে কাজ করছেন জানিয়ে দলটির চেয়ারম্যান বলেন, ‘বিগত দিনের চেয়ে দলকে আরও সংগঠিত করতে কাজ করছি। বর্তমান রাজনীতিতে জনগণ জাতীয় পার্টির প্রতি আস্থা রেখে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছেন।’
জাতীয় পার্টি থেকে বেরিয়ে যাওয়া বেশ কয়েকজন নেতা-কর্মী এই অনুষ্ঠানের মধ্যদিয়ে পুনরায় দলটিতে যোগদান করেন।
জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা। এ ছাড়া অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
তবে মহানগর জাতীয় পার্টির শীর্ষ বা তৃণমূল পর্যায়ে কোন নেতা এ সময় উপস্থিত ছিলেন না বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
এদিকে, বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের শুক্রবার খুলনা টাউন জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন নগর যুব সংহতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, এমএ রব, মোঃ এজাজ, মোঃ হানিফ সিকদার, মোঃ মাসুদ রানা, মোঃ সিদ্দিকুর রহমান, গাজী খোকন, জি এম মিলন, জাহিদুল ইসলাম, নূরুল হক, মোঃ নাসির, মোঃ রিপন, গাজী মোশাররফ ও মোঃ মাকসুদ প্রমুখ। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

‘দেশের মানুষের দারিদ্রের হার ১৮.৭০ শতাংশে নেমে এসেছে’

অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, মায়ের কারাদণ্ড

যুবককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৩৬ ঘণ্টা পর উদ্ধার

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত

জার্মানি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

ঢাকার উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।