সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহার সহ বিচার বিভাগীয় তদন্তের দাবিতে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার (১৯মে) সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রেসক্লাব চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাটের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের সাবেক সভাপতি ও বিটিভি’র খুলনা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু।
সভায় নেতৃবৃন্দ বলেন, “আমাদের অবস্থান সৎ সাংবাদিকতা এবং এদেশের মানুষের স্বার্থ সংরক্ষণের পক্ষে। যারা এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হতে চায় আমরা তাদের বিপক্ষে। দুর্যোগ মহামারী আসে মানুষকে নিঃস্ব করে দেয়। আর এই দুর্যোগ মহামারীকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ অসৎ পথে নিজেদের ভাগ্য গড়ে তুলতে তৎপর। সে সকল অসৎ মানুষের বিরুদ্ধে আমাদের কলম রুখে দাঁড়ায়। সেজন্যই একজন সৎ সাংবাদিক রোজিনা ইসলামের পক্ষে আমাদের অবস্থান। কোন স্বার্থান্বেষী প্রতিষ্ঠানের স্বার্থে নয়। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংবিধানকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সাংবাদিক ইউনিয়নের এ আন্দোলন। নেতৃবৃন্দ বলেন, সৎ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিরুদ্ধে ষড়যন্ত্র হলে সাংবাদিক সমাজ রুখে দাঁড়াবে। বক্তারা আরো বলেন, রাষ্ট্রের উন্নয়নে বস্তুনিষ্ঠ সংবাদ এবং স্বাধীন মত প্রকাশে সাংবাদিকদের বাধাগ্রস্ত করা যাবে না। বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি মহল সরকারের ভাবমূর্তি নষ্ট করতে সাংবাদিকদের সাথে নোংরা ষড়যন্ত্রে মেতে উঠেছে। সাংবাদিক সমাজ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সরকার এবং রাষ্ট্রের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে তাদের কলম সোচ্চার রাখবে চিরন্তন। সাংবাদিক রোজিনা ইসলামকে ঘিরে যে ঘটনার অবতারণা ঘটেছে। অবিলম্বে এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের মুখোশ উন্মোচন করার জন্য সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো যাচ্ছে।
বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ও ইউনিয়নের সাবেক সভাপতি এসএম জাহিদ হোসেন, ইউনিয়নের সাবেক সভাপতি শেখ আবু হাসান, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মামুন রেজা, ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, ইউনিয়নের যুগ্ম-সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নূর হাসান জনি, সিনিয়র সাংবাদিক রকিব উদ্দিন পান্নু, বিএফইউজে’র সাবেক নির্বাহী সদস্য আসাদুজ্জামান রিয়াজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা শাহিন জামান পন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সভাপতি মহেন্দ্রনাথ সেন, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স, বিমল সাহা, ইউনিয়নের সদস্য অরুন সাহা, আঃ হালিম, আনোয়ার হোসেন, এসএম কামাল হোসেন, প্রদীপ বিশ্বাস, আমিরুল ইসলাম, দেবব্রত রায়, তিতাস চক্রবর্তী, ওয়াহিদুজ্জামান বুলু, কামরুল আহসান, হেদায়েত হোসেন মোল্লা, শরিফুল ইসলাম বনি, হাসান আল মামুন, আব্দুস সাত্তার, তৌহিদুল ইসলাম তুহিন, রাশিদুল আহসান বাবলু,হাসানুর রহমান তানজির, মিজানুর রহমান মিজান, শেখ লিয়াকত হোসেন, দিলিপ বর্মন, শেখ জাহিদুল ইসলাম, আমজাদ আলী লিটন, পলাশ দত্ত, মিলন হোসেন, আবু নূরাইন খন্দকার, রিতা রানী মন্ডল, এসএম বাহাউদ্দীন, আবুল বাশার, মেহেদী হাসান পলাশ, হেলাল মোল্লা, জাহিদুল ইসলাম, সাগর সরকার, আব্দুর রাজ্জাক। সাংবাদিক তরিকুল ইসলাম ডালিম, শেখ মোঃ সেলিম, আমিরুল ইসলাম বাবু, শেখ ফেরদৌস রহমান,আনোয়ার আহমেদ মুন, রায়হান মোল্লা, কায়কোবাদ বুলবুল, গোলাম রসুল, আরাফাত রাহিব, আশিকুর রহমান, মোঃ মেহেদী হাসান, রফিকুল ইসলাম, মোঃ সাব্বির, আলামিন শিকদার, সৈকত দাস, ফাতেমাতুজ জোহরা টুম্পা, আরাফাত জোবেন, রফিকুল ইসলাম, মোঃ আলাউদ্দিন প্রমুখ। এদিকে অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা শাহিন জামান পন।-প্রেস বিজ্ঞপ্তি