চ্যানেল খুলনা ডেস্কঃমহান বিজয় দিবস উপলক্ষে হিকমাহ আই হসপিটালের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা, ঔষুধ ও চশমা বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর বনশ্রী মনপুরা স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ১২টায় শেষ হয়।
ফ্রি আই ক্যাম্প উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মনপুরা স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ আব্দুল্লাহ মো. বায়েজিদ, হিকমাহ আই হসপিটালের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. আরিফুর রহমান আকঞ্জি, শিক্ষবিদ, মোহা. শরিফুল আলম, হিকমাহ আই হসপিটালের কনসালটেন্ট ও লো-ভিশন বিশেষজ্ঞ সাজ্জাদ হোসেন, উপব্যবস্থাপক তারিক হোসেন, সহকারী ব্যবস্থাপক এম. এইচ. কাউছার শিশির প্রমুখ।
ক্যাম্পে হিকমাহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চক্ষু রোগিদের চিকিৎসা সেবা প্রদান করেন।এদিন প্রায় ৩০০ রোগীর চোখের রোগের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। এই বিষয়ে হিকমাহ হাসপাতালের উপব্যবস্থাপক এম. এইচ. কাউছার শিশির বলেন, ‘হিকমাহ হাসপাতালে আসা কোনো রোগীর চিকিৎসা সেবা অর্থাভাবে যেন ব্যাহত না হয় সে লক্ষ্যে হতদরিদ্র রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছে।