সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বিতর্কিত প্ল্যাটফর্ম থেকেই বছরে আয় ৫১৮ কোটি টাকা | চ্যানেল খুলনা

বিতর্কিত প্ল্যাটফর্ম থেকেই বছরে আয় ৫১৮ কোটি টাকা

প্রখ্যাত অ্যাডাল্ট মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোফি রেইন সম্প্রতি তার OnlyFans নামক এক বিতর্কিত প্ল্যাটফর্ম থেকে বছরে ৪৩.৩ মিলিয়ন ডলার (প্রায় ৫১৮ কোটি টাকা) উপার্জনের কথা প্রকাশ করেছেন।

যা এনবিএ সুপারস্টার জেসন টাটামের বার্ষিক আয় ৩৫ মিলিয়ন ডলারের চেয়েও ঢের বেশি। আর এ বিষয়টিই এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

বিস্ময়কর আয় এবং প্রতিক্রিয়া
সোফি রেইন সম্প্রতি তার এক্স হ্যান্ডেলে এ নিয়ে একটি স্ক্রিনশট শেয়ার করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেখানে তিনি লিখেছেন, Thankful for one year on here।

তার এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়েছে এবং রীতিমত ২ কোটি ভিউ ছাড়িয়েছে। সেই সঙ্গে তার পোস্টটি নেটিজেনদের বিভিন্ন মজাদার প্রতিক্রিয়ায় ভরে উঠেছে।

একজন ব্যবহারকারী লিখেছেন, OnlyFans তো দেখি রিয়াল মাদ্রিদকেও পেছনে ফেলে দিল!

অন্য একজন মন্তব্য করেছেন, আমার এই বিপুল পরিমাণ টাকা খরচ করতেও দুটি জীবন পার হয়ে যাবে।

তৃতীয় একজন লিখেছেন, এত টাকা উপার্জনের ওপর যদি সাধারণ আয়ের মতো কর আরোপ করা হতো, তাহলে কত কিছুই না করা যেত।

এনবিএ ও OnlyFans আয়ের তুলনা করলে দেখা যায় যে, সোফি রেইনের এই উপার্জন এনবিএ তারকা জেসন টাটামের চেয়ে প্রায় ২৩ শতাংশ বেশি। এছাড়া, ২০২৩ সালে OnlyFans নির্মাতারা বিতর্কিত এই প্ল্যাটফর্মটি থেকে মোট ৬.৬ বিলিয়ন ডলার উপার্জন করেছেন, যা একই সময়ে NBA খেলোয়াড়দের সম্মিলিতভাবে উপার্জিত ৪.৯ বিলিয়ন ডলারের চেয়ে ঢের বেশি।

ডিজিটাল কনটেন্টের উত্থান
এদিকে অ্যাডাল্ট মডেল সোফি রেইনের এই ঘটনা বর্তমান ইন্টারনেট যুগে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশন যে কতটা লাভজনক হয়ে উঠেছে, সেটাই তুলে ধরেছে।

সোফি রেইনের মতো বিতর্কিত OnlyFans তারকারা প্রমাণ করছেন যে, সাফল্য এখন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকেই আসতে পারে। এসব প্ল্যাটফর্ম থেকে যে কেউই তাদের ঐতিহ্যবাহী ক্যারিয়ার থেকে অনেক বেশি উপার্জন করতে সক্ষম হচ্ছেন।

এটাই ছিল ২০ বছর বয়সি বিতর্কিত মার্কিন মডেল সোফি রেইনের বিস্ময়কর আয়ের গল্প। এ বিষয়ে আপনার মতামত কী? এই ডিজিটাল আয়ের উত্থান সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে, নাকি উদ্বেগের কারণ?

সূত্র: জিও নিউজ

https://channelkhulna.tv/

সোশ্যাল মিডিয়া থেকে আরও সংবাদ

ঢাবি শিবির সভাপতিকে নিয়ে আলজাজিরার সাংবাদিক জুলকারনাইনের স্ট্যাটাস

বয়লার মুরগি এখন স্কীকৃত নিম্ন আয়ের মানুষের খাবার

এক ভিডিও দিয়েই ইউটিউবে আজহারীর সাবস্ক্রাইবার ৭ লাখের বেশি

“মাদক ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, সাম্প্রতিক খুলনার খালিশপুর সহ দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড এবং বিভিন্ন অপরাধ সংগঠনের পেছনে মাদকের ভূমিকা এবং আমাদের করণীয়”

বিরোধী আশা থেকে একটি ফিনিক্স উত্থান

এলাকাভিত্তিক লকডাউন নয়, দেশব্যাপী লকডাউন জরুরি; প্রয়োজন পূর্ব প্রস্তুতি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।