চ্যানেল খুলনা ডেস্কঃ বিদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশের কোনও নাগরিক মারা গেলে তাদের সেখানেই দাফনের অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশে কোনও বাংলাদেশি নাগরিক মারা গেলে গেলে আমরা অনুরোধ করবো সেখানেই দাফন করুন। বিভিন্ন দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ হওয়ায় মরদেহ সহজেই দেশে আনা সম্ভব নয়। এছাড়া মরদেহ আনতে খরচও অনেক বাড়বে।
রোববার (২২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, চীন থেকে করোনা শনাক্তে কিট ও চিকিৎসা সরঞ্জাম আনতে চার্টার ফ্লাইট খোঁজা হচ্ছে। আমরা চীন দূতাবাসকে জানিয়েছি, চার্টার ফ্লাইটে আনলে দ্রুত আনা সম্ভব। তারা খুঁজে দেখছেন।
বাংলাদেশে থাকা ইউরোপের নাগরিকরা চাইলে চার্টার ফ্লাইটে যেতে পারবেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ঢাকার ইউরোপীয় মিশনগুলোর রাষ্ট্রদূতদের জানিয়েছি, তারা চাইলে চার্টার ফ্লাইটে তাদের এ নাগরিকদের পাঠাতে পারবেন। আমরা সেই অনুমতি দেবো।