হারারে টেস্টে স্বাগতিক জিম্বাবুয়েকে ২২০ রানে পরাজিত করে প্রথমবারের মতো জিম্বাবুয়ের মাটিতে টেস্ট সিরিজ জয়লাভ করার অবিস্মরণীয় গৌরব অর্জন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি।
আজ রোববার (১১ জুলাই) এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘অসাধারণ নৈপুণ্যে জিম্বাবুয়ের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকদের বিরুদ্ধে টাইগারদের এ দাপুটে জয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাফল্যের নতুন পালক যুক্ত করলো। করোনা মহামারির এ দুঃসময়ে নানা দুঃসংবাদের মধ্যে এটি নিঃসন্দেহে আমাদের জন্য একটি আশাজাগানিয়া সংবাদ।’
তিনি আরও বলেন, ‘আগামী দিনেও বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ নৈপুণ্য অব্যাহত থাকবে। বাংলাদেশই আগামী দিনের ক্রিকেট বিশ্বকে নেতৃত্ব দিবে।’