“দাম কমাও মানুষ বাঁচাও” বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় মানববন্ধন করেছে বাম গনতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ।
আজ শনিবার সকাল ১১টায় মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে প্রেসকাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক কাজী নজরুল ইসলাম ফিরোজ। বাসদের জেলা আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু। কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে বিদ্যুৎ খাতে চলছে অপচয় অবক্ষয় ও লাগামহীন দুর্নীতি। যার ফলে কয়েক দফা বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। নিজেদের স্বার্থ হাসিলে অযৌক্তিক দাম বাড়ানো এদেশের জনগণ আর মেনে নেবে না।
এ সময় বক্তারা আরো বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ করা, রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র বাতিল করা, জ্বালানি খাতের অপচয় ও দুর্নীতি বন্ধ করা এবং দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়। এবং প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।