চ্যানেল খুলনা ডেস্কঃ শুক্রবার, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) খুলনা শাখার উদ্যোগে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয় স্থানীয় একটি অভিজাত হোটেলে। সেমিনারের প্রতিবাদ্য বিষয় হল “Lipoblastoma: Rare Case of Paediatric Intra-Abdominal Tumour” এ পেপারটি উপস্থাপন করেন ডা. শ. ম. জুলকার নাইম, সহকারী অধ্যাপক, শিশু সার্জারী বিভাগ, খুলনা মেডিকেল কলেজ, খুলনা।
সেমিনারের চেয়ারপারসন ছিলেন প্রফেসর ডা. ইসরাইল বিশ্বাস, সাবেক প্রফেসর ও বিভাগীয় প্রধান, সার্জারী বিভাগ, খুলনা মেডিকেল কলেজ, খুলনা এবং প্রফেসর ডা. এ. ই. মো: আব্দুল ওয়াছে, প্রফেসর ও বিভাগীয় প্রধান,
সার্জারী বিভাগ, গাজী মেডিকেল কলেজ, খুলনা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা. কাজি হাফিজুর রহমান, কনসালটেন্ট পেডিয়েট্রিশিয়ান ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক বিপিএমপিএ, খুলনা শাখা।
উক্ত সেমিনারের আলোচনায় অংশগ্রহন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ও খুলনা জেলা শাখার সভাপতি, ডা. গাজী মিজানুর রহমান। সহ- সভাপতিবৃন্দরা হলেন ডা. আর. কে নাথ, ডা. মো: বোরহান উদ্দিন আহমেদ, ডা. এম. আর. খান, ডা. মো: মোস্তফা কামাল, বিপিএমপিএ, খুলনা শাখার সাধারণ- সম্পাদক ডা. মো: সওকাত আলী লস্কর, যুগ্ম-সম্পাদক ডা. বঙ্গ কমল বসু, কোষাধ্যক্ষ ডা. এম. এ. হান্নান, সাংগঠনিক সম্পাদক ডা. মো: মামুনুর রশীদ, দপ্তর-সম্পাদক ডা. এম. বি. জামান, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. গৌতম রায়, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ডা. মো: মাহমুদ হাসান লেনিন, সমাজ কল্যান সম্পাদক ডা. মো. আব্দুস সবুর, সাংস্কৃতিক ও অ্যাপায়ন সম্পাদক ডা.অপু লরেন্স বিশ্বাস, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. শাহীন নওরোজী, কার্যকরী
পরিষদের সিনিয়র সদস্যগণ ডা. মো: শরাফত হোসেন, ডা. মো. বজলুল হক, ডা.মো: সোলায়মান, প্রফেসর ডা. মনোজ কুমার বোস, ডা. সৈয়েদা জাহানারা মাহমুদ, ডা. মোল্লা হারুন-অর-রশীদ, ডা. কানিজ ফাহমিদা, ডা. স্বপন কুমার হালদার, ডা. চন্দন কুমার সাহা, ডা. বিশ্বজিৎ সরকার ও ডা. মোস্তফা-আল-মামুন সহ সরকারি-বেসরকারি বিপুল সংখ্যক সম্মানিত চিকিৎসকবৃন্দ।-প্রেস বিজ্ঞপ্তি