বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে ম্যাচ পাতানোর অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে এশিয়ান ফুটবল কনফেডারেশন সন্দেহ প্রকাশ করেছে বলে জানা গেছে।
মোট পাঁচটি ম্যাচে ফিক্সিংয়ের সন্দেহ করেছে তারা। তার মধ্যে তিনটি ম্যাচই আরামবাগ ক্রীড়া সংঘের বলে জানিয়েছে বাফুফের একটি সূত্র।
ঘরোয়া ফুটবলে পাতানো ম্যাচের ঘটনা নতুন কিছু নয়। গত কয়েক বছর পাতানো ম্যাচের ঘটনা সেভাবে আলোচনায় না আসলেও এবার হঠাৎ আলোচনায় এসেছে।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ শনিবার বলে, ‘বিভিন্ন মাধ্যমে আমরা কিছু ম্যাচ নিয়ে সন্দেহের তথ্য পেয়েছি। সেই ম্যাচগুলো নিয়ে তদন্ত করব।’
বিশ্বস্ত সূত্রের খবর, ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগের ম্যাচগুলো নিয়ে সন্দেহের তীরই বেশি। বিভিন্ন মহল থেকে পাওয়া তথ্যে এই দুই দলের পাঁচটি ম্যাচ নিয়ে তদন্ত হবে।
বাফুফের পাতানো খেলা শনাক্তকরণ দল রয়েছে। সেই কমিটি খুব শিগগিরই কাজ করবে বলে জানান সাধারণ সম্পাদক, ‘আমরা সংশ্লিষ্ট ম্যাচগুলোর তথ্যাদি আমাদের কমিটির কাছে পাঠাব।’
উল্লেখ্য, ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগের ম্যাচটি টঙ্গীতে ৩-৩ গোলে ড্র হয়েছিল। ওই ম্যাচ নিয়ে ফুটবলাঙ্গনে গুঞ্জন ছিল। এ রকম আরো কয়েকটি ম্যাচ নিয়ে গুঞ্জন রয়েছে।