বিপিএল এ ফরচুন বরিশালের টানা ৬ষ্ঠ জয়ে পিরোজপুরে আনন্দ মিছিল করেছে খেলোয়ার ও ক্রিকেট প্রেমীরা। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় শহরের সরকারী বালক উচ্চ বিদ্যালয় সামনে থেকে ক্রিকেট একাডেমীর আয়োজনে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুমের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোষ্ট অফিস রোডে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, নাইম, রিদয়, আহাদুজ্জামান অমি, দ্বীপ, মৃদুল, সাকিব, সিজান, লাবিব, নয়ন, মাহি, মিশান, সাবিদ, ইশাদ, রিদয়, রিফাত, আলভী. রিয়াদ, শাওন, তানভীর সহ বিভিন্ন বয়সের ক্রিকট প্রেমী উৎসুক জনতা।
উল্লেখ্য, সর্বশেষ ১১ ফেব্রুয়ারী শুক্রবার মিনিষ্টার ঢাকা কে ৮ উইকেটে হারিয়ে টানা ৬ষ্ঠ বারের মত ফরচুন বরিশাল জয়ের ধারা অব্যহত রেখে তালিকায় শির্ষে রয়েছে।