বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, খুলনা শাখা’র উদ্যোগে “শিব জ্ঞানে জীব সেবা”র মহান আাদর্শ বাস্তবায়নে বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টায় পরিষদের কার্যালয়ে অতিমারী করোনায় আক্রান্ত রুগীদের শ্বাসকষ্ট নিবারণে “বিবেকানন্দ অক্সিজেন বাংক” এর শুভ উদ্বোধন করা হয়। পরিষদের সভাপতি সুজিত কুমার মজুমদার এর সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের আজীবন সদস্য ও খুলনা মহানগর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, সহ-সভাপতি ও খুলনা মহানগর পুজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সহ-সভাপতি হিমাংশু কুমার বৈরাগী; যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, খুলনা সদর থানা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব; পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রভাষক শুক্রাচার্য রায়, পরিষদের সদস্য যথাক্রমে- প্রভাষক বিপ্লব চক্রবর্ত্তী, তুষার কান্তি মন্ডল, রনজিৎ কুন্ডু, সাধন দত্ত, রাজু রায়, অসিত তরফদার, বিজন রানা; বিশিষ্ট সমাজ সেবক অলোক দে, বাবু শীল প্রমুখ।
‘বিবেকানন্দ অক্সিজেন ব্যাংক’ থেকে পরিষদের নিজস্ব সেচ্ছাসেবকদের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হবে। এজন্য আক্রান্ত ব্যক্তি বা তার পরিবারের প থেকে পরিষদের সভাপতি মহোদয়ের (০১৭১২-৬৫৮৯৯৬, ০১৯৭২-৬৫৮৯৯৬) সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে। সাথে সাথে কোন সহৃদয় ব্যক্তি, পরিবার অথবা প্রতিষ্ঠান এই করোনা দুর্যোগে আমাদেরকে অক্সিজেন সিলিন্ডার প্রদান অথবা আর্থিক সহায়তা (বিকাশ- ০১৯৭৬৪৮১০২৫, রকেট- ০১৯৭৬৪৮১০২৫০) প্রদান করতে চাইলে কৃতজ্ঞতার সাথে গ্রহন করা হবে।