সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে ভর্তি প্রতিরোধে খুলনার কোচিং সেন্টারে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত | চ্যানেল খুলনা

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে ভর্তি প্রতিরোধে খুলনার কোচিং সেন্টারে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মেডিকেল কলেজসহ বিভিন্ন বিশ^বিদ্যালয়ে কেউ যেন জালিয়াতির মাধ্যমে ভর্তির সুযোগ না পায় সেজন্য কোচিং সেন্টারগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে সেপ্টেম্বর মাসে নগরীসহ জেলাতে খুন ৭টি, ধর্ষণ ৩টি, নারী ও শিশু নির্যাতন ২১টি ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লে¬খ করা হয়েছে।
গতকাল রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্টেট মোঃ ইকবাল হোসেন।
সভায় লাইসেন্সধারী মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের নজরদারির মধ্যে আনার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। সদ্য সমাপ্ত দুর্গাপূজার সময় মদপানে নয় জনের মৃত্যুতে কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযান জোরদার করার দাবি জানান।
সভায় বড় বাজার এলাকায় অবৈধ মোটরসাইকেল পার্কিং রোধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। এছাড়া মেডিকেল কলেজসহ বিভিন্ন বিশ^বিদ্যালয়ে কেউ যেন জালিয়াতির মাধ্যমে ভর্তির সুযোগ না পায় সেজন্য কোচিং সেন্টারগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
মহানগরীতে গত সেপ্টেম্বরে ডাকাতি ১টি, চুরি ১০টি, খুন ২টি, অস্ত্র আইন ১টি, ধর্ষণ ১টি, নারী ও শিশু নির্যাতন ৬টি, মাদকদ্রব্য ৮৩টি এবং অন্যান্য আইনে ৩৩টি সহ মোট ১৪৫টি মামলা দায়ের হয়েছে। আগস্টের তুলনায় ৫৮টি মামলা হ্রাস পেয়েছে। অন্যদিকে জেলায় রাহাজানি ১টি, চুরি ৫টি, খুন ৫টি, অস্ত্র আইন ৩টি, দ্রুত বিচার ১টি, ধর্ষণ ২টি, নারী ও শিশু নির্যাতন ১৫টি, মাদকদ্রব্য ১০৭টি এবং অন্যান্য আইনে ৭১টি সহ মোট ২১০টি মামলা দায়ের হয়েছে। জেলায় আগস্টের তুলনায় ২১টি মামলা হ্রাস পেয়েছে।
সভায় জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সিভিল সার্জন এস এম আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, উপজেলা পষিদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।