চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা পরিস্থিতির কারনে অসহায় হয়ে পড়া খেটে খাওয়া মানুষের পাশে বিরামহীন ভাবে খাদ্য সহযোগিতা সহ বিভিন্ন সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াচ্ছে খুলনা মহানগর ছাত্রলীগ। খুলনা মহানগর ছাত্রলীগের পক্ষে ১১মে সোমবার খুলনা নগরীর বিভিন্ন স্থানের করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া মানুষের খাদ্য সহযোগিতা করেছে খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। এক প্রশ্নের জবাবে নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাসেল বলেন “বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে কর্মহীন হয়ে পড়া খুলনার অসহায় মানুষের পাশে বিভিন্ন ভাবে দাঁড়াচ্ছে খুলনা মহানগর ছাত্রলীগ। খাদ্য ও খাদ্য সামগ্রী, মুরগী, সবজি, ইফতার ও ইফতার সামগ্রী নিয়ে হাজির হচ্ছে খুলনা মহানগর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তিনি খুলনা মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়ে আরও বলেন এই ঈদে কেনাকাটা না করে সামর্থ্য মত অসহায় মানুষদের সহযোগিতা করুন, তাদের পাশে দাঁড়ান।”-প্রেস বিজ্ঞপ্তি