শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের দিন ইনজুরিতে পড়েন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে হালকা চোট পান বিশ্বসেরা অলরাউন্ডার। প্রস্তুতি ম্যাচ না খেলায় সংশয় জাগে, হয়তো বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না টাইগার অধিনায়ক। তবে নিজেদের প্রথম ম্যাচেই মাঠে নামবেন সাকিব আল হাসান।
ভারতের গুয়াহাটিতে অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট দলের সূত্র নিশ্চিত করেছে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন অধিনায়ক সাকিব আল হাসান। এমনকি আফগানদের বিপক্ষে সাকিব খেলতে না পারবেন না বলে দেশে যে গুঞ্জন ছড়িয়েছে তা সঠিক নয় বলে জানানো হয়েছে টিম ম্যানেজমেন্ট সূত্র থেকে।