সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
বিশ্বকাপে অধিনায়ক সাকিবই, তবে... | চ্যানেল খুলনা

বিশ্বকাপে অধিনায়ক সাকিবই, তবে…

চ্যানেল খুলনা ডেস্কঃঅবশেষে মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে জল্পনা-কল্পনার অবসান হলো। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে তিনি অধিনায়ক হিসেবেই খেলবেন। তবে এটাই তার নেতৃত্বে বাংলাদেশ দলের শেষ ওয়ানডে। আর ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকেই বেছে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি বছর অস্ট্রেলিয়ায় বসছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। টি-টুয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে সাকিবের খেলার ব্যাপারে বিসিবি অবশ্য বড় সংশয়ে। আইসিসির নিষেধাজ্ঞার শাস্তিতে এখন সাকিব। বিশ্বকাপের বাছাই পর্বে তো বটেই মূল পর্বের কয়েকটি ম্যাচ পর্যন্ত সাকিবের শাস্তির মেয়াদ থাকছে।

আর তাই বাস্তবতা মেনে নিয়ে সাকিবকে টি-টুয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় না রাখার পথেই হাঁটছে বিসিবি। তবে ২০২৩ সালের ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের পুরো অংশ জুড়েই সাকিব থাকছেন বিসিবির মূল পরিকল্পনায়। এবং ২০২৩ সালের সেই বিশ্বকাপে সাকিবই বিসিবির সম্ভাব্য অধিনায়কও বটে! সঙ্গে অবশ্য কিছু আবশ্যিক শর্ত জুড়ে দিয়েছেন বিসিবি সভাপতি।

বিসিবি বস নাজমুল হাসান পাপন বলেন, ‘প্রথম কথা হলো সাকিব নিষেধাজ্ঞা কাটিয়ে কবে মাঠে ফিরছে সেটা দেখতে হবে। এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে আমাদের বাছাই পর্বে খেলতে হচ্ছে। বাছাই পর্বের খেলার সময় পর্যন্তও তার নিষেধাজ্ঞা থাকছে। তাই বাছাই পর্বে সে খেলতে পারছে না। বাছাই পর্বে টিকে যাওয়ার পর আমরা যদি বিশ্বকাপের মূল পর্বে যাই তখনো সে কয়েকটা ম্যাচে থাকতে পারবে না। সম্ভবত সেই সময় তিনটা ম্যাচে সে থাকতে পারছে না। ওই সময় তো আমাদের অন্য অধিনায়ক থাকছে। তাছাড়া সেই সময়ে কোনো ধরনের ম্যাচ প্রাকটিস ছাড়া সাকিব টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে কিনা- সে বিষয়ে তার সঙ্গেও আলাপ করতে হবে। তাই এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে তার অধিনায়কত্ব অনিশ্চিত। কিন্তু ওয়ানডে বিশ্বকাপে সে যদি ফর্মে থাকে, আগে ক্রিকেটার সাকিব যেরকম ছিল তেমন থাকে-তাহলে অবশ্যই সে থাকবে এবং অধিনায়ক হিসেবেই থাকবে। ও’ তো ছিলই।’

বিসিবি সভাপতির পরিকল্পনায় চলতি বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপে সাকিববিহীন বাংলাদেশ। আর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে অধিনায়কত্বের আর্মব্যান্ড সাকিবের হাতে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

‘দেশের মানুষের দারিদ্রের হার ১৮.৭০ শতাংশে নেমে এসেছে’

অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, মায়ের কারাদণ্ড

যুবককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৩৬ ঘণ্টা পর উদ্ধার

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত

জার্মানি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

ঢাকার উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।