সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বিশ্বকাপ খেলতে সন্ধ্যায় ঢাকা ছাড়ছে মেয়েরা | চ্যানেল খুলনা

বিশ্বকাপ খেলতে সন্ধ্যায় ঢাকা ছাড়ছে মেয়েরা

ক্রীড়া ডেস্কঃ আইসিসি নারী টি-২০ বিশ্বকাপে অংশ নিতে রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অস্ট্রেলিয়া উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। বিশ্বকাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। গ্রুপের সেরা দুই দল খেলবে সেমিফাইনালে। অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে থাইল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে দু’টি ও স্থানীয় ক্লাবের সঙ্গে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলার মেয়েরা।

বিশ্বকাপের মূল লড়াইয়ে ২৪ ফেব্রুয়ারি পার্থে ভারত, ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরায় অস্ট্রেলিয়া, ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নে নিউজিল্যান্ড ও ২ মার্চ মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। আগামী মাসে শুরু হওয়া টি-২০ বিশ্বকাপে ২-১টি ম্যাচ জেতার টার্গেট ঠিক করেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। জয়ের খাতা খোলার মাধ্যমে বাছাই পর্ব খেলার ধাক্কাও পেছনে ফেলতে চায় সালমা খাতুনের দল।

শনিবার (১ ফেব্রুয়ারি) মিরপুর স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে ফটোসেশনের পর এমন আশাবাদই ব্যক্ত করেছেন দলের অধিনায়ক সালমা। তিনি বলেন, অবশ্যই আমরা তো সবাই আশা করে যাই যে ভালো ক্রিকেটে খেলবো। একটা দুইটা ম্যাচ জিতবো। সেটা সবার মধ্যেই থাকে, এবারও আশা করছি যে আমরা একটা-দুটো ম্যাচ জিতবো। এই আশা নিয়েই আমরা যাচ্ছি বিশ্বকাপে।

তবে সালমাদের মূল মিশন বাছাই পর্ব এড়ানোটা নিশ্চিত করা। গতকাল বাংলাদেশের অধিনায়ক বলেন, থাকবে যেন পরের বিশ্বকাপে খেলতে ওয়ার্ল্ড কাপ কোয়লিফাই না করতে হয় সেই মিশন নিয়েই যাচ্ছি। প্রায় দেড় যুগ ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে খেলছেন অভিজ্ঞ সালমা। ব্যাটিংয়ে রান কমেছে তার, বোলিংটা এখনও ঠিকঠাক করছেন এই অলরাউন্ডার। এবারও নেতৃত্বের ভার কাঁধে। তবে এই আসরই নিজের শেষ বিশ্বকাপ ভাবছেন না তিনি।

সালমা বলেন, আসলে ঐ রকম ভাবে এখনো চিন্তা করিনি যে এটা আমার শেষ বিশ্বকাপ। বিশ্বকাপের পরই আমি চিন্তা-ভাবনা করব।ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন রুমানা আহমেদ। অভিজ্ঞ এই অলরাউন্ডার দলের সহ-অধিনায়কও। তার চাওয়া সেরা ক্রিকেট খেলা।

রুমানা বলেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে আমরা এর আগে খেলিনি। ভারতের বিপক্ষে পরপর জিতলেও শ্রীলঙ্কার সঙ্গেও আমরা আশা করি ভালো কিছু করতে পারব। আমরা চাইব যে আমাদের সেরাটা দিতে ও ভালো খেলতে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও আশা করছেন, এই নারী দল ভবিষ্যতে আরো সাফল্য এনে দিবে। নারী দলের সঙ্গে ফটোসেশনের পর তিনি বলেন, আমরা বিশ্বকাপের সাত দিন আগে সেখানে চলে যাচ্ছি প্লেয়ারদের অনুশীলনের ব্যবস্থা করার জন্য। একটা জিনিস আমি মনে-প্রাণে বিশ্বাস করি, আমাদের এই নারী দল সামনে আরও অনেক সাফল্য এনে দেবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।