ক্রীড়া ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ইনজুরিতে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকা দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। ঘরের মাঠে চলতি সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন স্টেইন নিজেই।
আগেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলা স্টেইন বর্তমানে অস্ট্রেলিয়ার ঘরোয়া বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলছেন। সেখানেই ক্রিকেট ডট কম এইউকে স্টেইন বলেন, ‘আমি বিশ্বাস করি ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দলে থাকব। ওয়ানডে দলেও থাকতে পারি। তবে কয়টা ম্যাচ খেলতে পারব জানি না। কিন্তু টি-টুয়েন্টিতে অবশ্যই।’
‘আমার মূল লক্ষ্য এখন টি-টুয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটকে এখন আরও বেশি উপভোগ করছি। চার ওভার বোলিং করা সহজ এখন। শরীর এখন টেস্ট খেলার মতো অবস্থায় ছিল না।’
উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বরে প্রোটিয়াদের অস্ট্রেলিয়া সফরে কাঁধে ইনজুরিতে অস্ত্রোপচারের পর স্টেইনের ক্যারিয়ার হুমকিতে পড়ে যায়। তারপর থেকে তিনি মাত্র আটটি টেস্ট, নয়টি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১৯ বিশ্বকাপে ফেরার মধ্য দিয়ে তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। তবে আবারও কাঁধের ইনজুরিটা মাথাচাড়া দিয়ে ওঠায় কোনো ম্যাচ না খেলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় স্টেইনকে।