বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে ভারতে বিজেপি নেতা নবীন জিন্দাল ও নুপুর শর্মার অসম্মানজনক বক্তব্যের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসুল্লিরা।
আজ শুক্রবার জুম্মার নামাজ আদায় শেষে মাগুরা নোমানী ময়দান থেকে নবী প্রেমী তাওহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি সারা শহর প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গীমোড়ে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন ধলহারা মাদ্রাসার মুহতামিম জাবের হুসাইন, মোহম্মদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বরকত হোসেন ও আব্দুর রহিম। সমাবেশে বক্তারা ভারতীয় সকল পণ্য বর্জন সহ কটুক্তিকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। সমাবেশে সকল বয়সী কয়েক হাজার মুসল্লি অংশ নেয়।