সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি রক্ষায় ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ | চ্যানেল খুলনা

বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি রক্ষায় ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) নেতৃবৃন্দ। রবিবার (৩ নভেম্বর) বিকাল ৪.৩০ মিনিটে উপাচার্যের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্যাম্পাস সাংবাদিকদের পক্ষ থেকে তাদের পেশাগত দক্ষতা অর্জনে নানা প্রতিকূলতা ও তাদের নানা দাবির কথা তুলে ধরেন।

সভায় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি রক্ষায় ক্যাম্পাস সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ক্যাম্পাস সাংবাদিকরা দায়িত্বশীলতার সাথে বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পরিবেশন করলে সমাজে তাদের গ্রহণযোগ্যতাও বাড়ে। এজন্য সাংবাদিকতায় ক্যারিয়ার গড়তে চাইলে তাদের লেখার মান ঠিক রেখে তথ্যবহুল সংবাদ পরিবেশন করা উচিত। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের সাংবাদিকতায় আরও বেশি দক্ষ করে তুলতে আইকিউএসির মাধ্যমে খুলনার বিশিষ্ট সাংবাদিকদের সমন্বয়ে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়াও ক্যাম্পাস সাংবাদিকরা যে সকল দাবি করেছে, যথাসম্ভব শীঘ্রই তা পূরণের চেষ্টা করা হবে।

উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কোর্স রেজিস্ট্রেশন ফি পুনঃনির্ধারণে শিক্ষার্থী প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সে কমিটির সুপারিশ অনুযায়ী এটি পুনঃনির্ধারণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, খুবিসাসের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদ, আলকামা রমিন, খালিদ হোসেন, পাপড়ি খানম, ফারুক খান। এ সময় সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

প্রতিভা প্রি-ক্যাডেট স্কুল ও মিজান একাডেমীর বার্ষিক প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

খুবিতে জিমনেশিয়াম নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে উপাচার্য

গল্লামারীতে নির্মাণাধীন সেতুর কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে গুরুত্বারোপ

খুবির সহকারী গ্রন্থাগারিক আনোয়ার হোসেনের স্ত্রীর ইন্তেকালে উপাচার্যের গভীর শোক

বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি রক্ষায় ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

আঠারোমাইল সৈয়দ ঈসা কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ : শর্ত সাপেক্ষে মুক্তি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।