প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বাগেরহাটের চিতলমারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১১ টায় শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ গেটে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমবাশে বক্তারা দ্রুত ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেণ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহীদ মীর, সাবেক সদস্য সচিব ইমরান মিরাজ প্রমুখ। এ সময় কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।