বৃহস্পতিবার (১২ আক্টোবর) বিশ্ব দৃষ্টি দিবস। এই দিবস উপলক্ষে সরকারি স্বাস্থ্য বিভাগ, বেসরকারি সংস্থা সাইটসেভার্স, ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে একটি রেলি খুলনা শহরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার অত্র হাসপাতালে এসে শেষ হয়।
রেলিতে নেতৃত্ব দিয়েছেন ডাঃ সবিজুর রহমান সিভিল সার্জন খুলনা। ডাঃ সত্যজিত মন্ডল, জুনিয়র কনসালটেন্ট চক্ষু, ডাঃ এসএম মুরাদ হোসেন আরএমও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, খুলনা। সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ সিভিল সার্জন অফিস খুলনা। বনফুল চুমকি সাইটসেভার্সের খুলনা প্রতিনিধি। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ডেপুটি ডিরেক্টর মহিতুজ্জামান, পিআরও মীর মিজানুর রহমান। ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার আই কেয়ার মনির হোসেন মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও কমকর্তা ও সাংবাদিক বৃন্দ। এবছরের প্রতিপাদ্য বিষয় হলো "আপনার চোখকে ভালবাসুন, কর্মক্ষেত্রেও ( Love your eyes at work"। এরপর উক্ত স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা এবছরের প্রতিপাদ্য বিষয় নিয়ে সে অনুযায়ী কাজ করার উপর গুরুত্বারোপ করেন।