সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বিশ্ব মান দিবস উপলক্ষে খুলনায় আলোচনা সভা | চ্যানেল খুলনা

বিশ্ব মান দিবস উপলক্ষে খুলনায় আলোচনা সভা

৫১তম বিশ্ব মান দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) খুলনার আয়োজনে আলোচনা অনুষ্ঠান আজ (বুধবার) দুপুরে বিএসটিআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পৃথিবী সুরক্ষায় মান’। অনুষ্ঠানে জুম এ্যাপে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশি শিল্পকে টেকসই করতে পণ্যের উৎপাদন ও বিপণনে আন্তর্জাতিক মান অনুসরণের পাশাপাশি পরিবেশ সুরক্ষার বিষয়েও ভাবা প্রয়োজন। পরিবেশবান্ধব কাঁচামালের ব্যবহার ও সর্বাধুনিক প্রযুক্তি অনুসরণ করে উৎপাদিত মানসম্মত পণ্যের প্রতি ভোক্তাদের আগ্রহ সৃষ্টি করতে হবে। একই সাথে অচল, মানহীন অথবা নিম্নমানের বিদেশি পণ্য আমদানি না করতে ব্যবসায়ীদের সচেষ্ট হওয়া এখন সময়ের দাবি। শিল্পখাতের উন্নয়ন ব্যতীত দেশের অর্থনৈতিক উন্নয়ন অসম্ভব। তিনি বলেন, পণ্যের মান নিশ্চিতে সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইন প্রণয়ন করেছে। নেতিবাচক মানসিকতা পরিহার করে উৎপাদন ও সরবরাহ পর্যায়ে পণ্যের মান ধরে রাখতে পারলে ভোক্তার অধিকার রক্ষিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক সাইফুর রহমান খান এবং ক্যাবের সভাপতি অ্যাডভোকেট মোঃ এনায়েত আলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিএসটিআই-এর পরিচালক প্রকৌশলী এসএম ইসহাক আলী। ধন্যবাদ জ্ঞাপন করেন বিএসটিআই-এর উপপরিচালক  (মেট্রোলজি) প্রকৌশলী মোঃ রেজাউল করিম।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

সোনাডাঙ্গায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ডাবলু গ্রেপ্তার

‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়’ ধর্ম উপদেষ্টা

দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

খুলনায় পুলিশের এডিসি কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা মহানগরে ১০টি স্থানে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি চলছে

খুলনায় জাপা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।