যশোর প্রতিনিধিঃযশোরের অভয়নগর উপজেলায় বিয়ের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক কলেজছাত্রী। সোমবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় লিখিত বক্তব্যে ওই ছাত্রী বলেন, গত ৪ বছর ধরে অভয়নগর উপজেলার বুনারামনগর গ্রামের মিকাইল মোড়লের ছেলে সজিব হোসেনের (২০) সঙ্গে আমার প্রেমের সম্পর্ক চলছে। এই সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে সজিব আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে সজিব আমাকে বিয়ে করবে বলে বাবার বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার আনতে বলে। পরে তার কথা অনুযায়ী গত ৮ জানুয়ারি আমি নগদ ৮০ হাজার টাকাসহ স্বর্ণালংকার সজিবের হাতে তুলে দেই।
এ ঘটনার পর থেকে সজিব বিয়ের ব্যাপারে নানা অজুহাত দেখাতে শুরু করে। একপর্যায়ে সে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর গত ১২ জানুয়ারি বিকালে আমার বাবা সজিবের অভিভাবকের কাছে টাকা, স্বর্ণালংকার ও বিয়ের ব্যাপারে কথা বলতে গেলে তারা বিয়ের বিষয়টি এড়িয়ে যায়।
সংবাদ সম্মেলনে ওই ছাত্রীর বাবা বলেন, সজিবের পরিবার ও সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামানের কাছে সবকিছু জানালে তারা আমার মেয়ের সঙ্গে সজিবের বিয়ের আশ্বাস দেন। পরবর্তীতে সকলে আমাদের সঙ্গে প্রতারণা শুরু করে।
তিনি আরও বলেন, এখন যে পরিস্থিতি হয়েছে, তাতে আমার মেয়ে যে কোনো সময় আত্মহত্যা করতে পারে। এ সময় তিনি সাংবাদিকদের মাধ্যমে তার কলেজপড়ুয়া মেধাবী মেয়ের সঙ্গে সজিব হোসেনের বিয়ের দাবি জানান।
এই সংবাদ সম্মেলনে ওই ছাত্রীর চাচা ও ফুফুও উপস্থিত ছিলেন।