চ্যানেল খুলনা ডেস্কঃবিয়ের ১৪ দিনের মাথায় চট্টগ্রামে সুরমা আক্তার মিম (২২) নামে এক নববধূকে বটি দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী মো. জাবেদ (৩০) পলাতক রয়েছে। অভিযুক্ত জাবেদ পেশায় একজন ভ্যানচালক এবং নিহত সুরমা আক্তার স্থানীয় একটি গার্মেন্টে কর্মরত ছিলেন। তাদের উভয়ের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার সিকদার হাটে।
রবিবার (১৫ ডিসেম্বর) সকালে নগরীর বন্দর পূর্ব আবাসিক কলোনির সি ব্লক থেকে ওই নববধূর মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) রাতে পারিবারিক কলহের জেরে নববধূ সুরমা আক্তারকে বটি দিয়ে জবাই করে তার স্বামী জাবেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর জাবেদ ও সুরমা আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের মাত্র ১৪ দিনের মাথায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে খুন হলো নববধূ সুরমা আক্তার।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী দৈনিক অধিকারকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকালে নিহত সুরমা আক্তারের মরদেহটি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ময়না তদন্তের জন্য গৃহবধূর মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
হত্যাকাণ্ডের পর অভিযুক্ত জাবেদ পলাতক রয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।