মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :: ঘূর্ণিঝড় বুলবুল’র তান্ডবে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও দুর্গত পরিবারের খোঁজ খবর নিয়ে তাদের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদাণ করেছেন সেভ দ্যা সুন্দরবরন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মোংলা ও রামপালে ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখার পাশাপাশি প্রায় অর্ধশত ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদাণ করেছেন। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় বিএনপি নেতা ফকির শাহাদাৎ হোসেন, কাজী জাহিদুল ইসলাম, শেখ আব্দুল্লাহ আজমি, মোঃ আবু জাফর, যুবদল নেতা শেখ সিরাজুল ইসলাম, শেখ বাবলা তাঁতীদল নেতা সরদার বাকি বিল্লাহ ও মৎস্যজীবি দল নেতা লিয়াকত হোসেন।
ক্ষতিগ্রস্থদের মাঝে অনুদান প্রদানকালে ড. ফরিদ বলেন, প্রত্যেকেরই সমাজের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকেই আমি চেষ্টা করি সব সময় ক্ষতিগ্রস্থ ও অসহায় দরিদ্র মানুষের সেবা করতে এবং পাশে থাকার। তাই আমি চাইবো সমাজের যারা বিত্তবান রয়েছেন তারাও এসকল দুর্গতদের সহায়তায় সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। #