চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট) এর তড়িৎ ও ইলেট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্র্ষের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নির্মম হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান ও সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই হত্যাকান্ডের সাথে জড়িত সকল খুনির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আবরার ফাহাদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও একাত্মতা প্রকাশ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের মানুষের বাক
স্বাধীনতা সংবিধান কর্তৃক সংরক্ষিত। যে বা যারা এ অধিকার কেড়ে নিতে চায় তাদের সকলকে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ধিক্কার জানায়। পবিত্র শিক্ষাঙ্গন কলুষিত করার সকল অপচেষ্টা নিপাত যাক।- প্রেস রিলিজ