শুক্রবার সকাল ৮ টায় খুলনা বিভাগীয় গণ গ্রন্থাগারে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করার মধ্য দিয়ে ‘সপ্তক’ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন’ তার নবগঠিত কমিটি যাত্রা শুরু করে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পীযূষ চন্দ্র গোমস্তা, সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসেন ছাব্বির সহ সংগঠনের সদস্যবৃন্দ। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সন্মানিত উপদেষ্ঠা সাইফুল ইসলাম মল্লিক।
কর্মসূচি শেষে উপস্থিত সুধীবৃন্দ সবুজ বাংলাদেশ গড়ার এবং জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নকে সাকার করার প্রত্যয় ব্যক্ত করেন।
সপ্তক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নবগঠিত কমিটিতে উপদেষ্ঠা হিসেবে আছেন সাইফুল ইসলাম মল্লিক, গৌতম চন্দ্র হাওলাদার, পার্থ প্রতিম বিশ্বাস, হাবিবুল্লা হাবিব, নারায়ণ চন্দ্র মন্ডল। এছাড়াও কার্যনির্বাহী কমিটিতে আছেন সভাপতি পীযূষ চন্দ্র গোমস্তা, সহ-সভাপতি সত্যানন্দ পাইক, সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসেন ছাব্বির, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কাজল, সাংগঠনিক সম্পাদক ত্রিদীপ অধিকারী, অর্থ সম্পাদক মিতালী রায়, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ হাসানুর রহমান তানজির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রিফাত শরীফ বিন ইকবাল, গ্রন্থাগার সম্পাদক তমা রায়, ক্রীড়া সম্পাদক শেখ ওয়াহিদুজ্জামান,
পরিবেশ সম্পাদক মৌ রায়।