কয়রা প্রতিনিধি:: ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীদের অবদান শীর্ষক স্লোগানে কয়রা উপজেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কয়রায় স্বাস্থ্য পরিদর্শক, সহকারী পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতী পালন করেছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে কর্মবিরতীর ঘোষণা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে স্বাস্থ্য সহকারীগন অবস্থান করে।
এ সময় বক্তব্য রাখেন দাবি বাস্তবায়ন পরিষদের কয়রা উপজেলা শাখার সভাপতি উম্মে জয়নব, সাধারণ সম্পাদক মোঃ জুনায়েদ হোসেন, রুহিত বাবু, স্বাস্থ্য সহকারী আফজাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কর্মবিরতীতে অংশ গ্রহনকারীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে ৬ ডিসেম্বররে স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের এক সমাবেশে আমাদেরকে বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দিয়েছিলেন। ২০১৮ সালে ২ ফেব্রুয়ারি তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একটি কমিটিও গঠন করে দেন। তারপরেও তাদের দাবী বাস্তবায়ন হচ্ছে না। প্রধানমন্ত্রীর সেই ঘোষণা মোতাবেক স্বাস্থ্য পরিদর্শক পদ ১১ তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২ তম গ্রেড, ও স্বাস্থ্য সহকারী পদ ১৩ তম গ্রেড প্রদান করে বেতন বৈষম্য নিরসন করতে হবে এই দাবী পূরণ না হওয়া পর্যন্ত দেশব্যাপী আমাদের কর্মবিরতী ও অবস্থান কর্মসুচি অব্যহত থাকবে।